গতকাল সোমবার ২৩শে সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আলোচনা হয়েছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় এ ব্যাপারে নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ৫ই আগস্ট সরকার পতনের পর ভারত বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কূটনৈতিক পর্যায়ে এটাই প্রথম কোন বৈঠক। এই বৈঠক এমন সময়ে হলো, যখন পানি বন্টন ইস্যু, সীমান্ত হত্যা, বিবিধ দ্বিপাক্ষিক বিষয়ে সামাজিক মাধ্যমে তর্ক বিতর্ক চলছে বিস্তর।