গতকাল দখলদার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে একদিনে প্রায় ৫০০ নিহত এবং ১,৬৪৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও উদ্ধারকর্মীও রয়েছে। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কেন্দ্রগুলো লক্ষ্য করে মূলত এই হামলা চালানো হয়।
অপরদিকে পাল্টা আক্রমণ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিমানবন্দরগুলোতে রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ‘ফাদি-১’ ও ‘ফাদি-২’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলের মেজিদো ও রামাত ডেভিড ঘাঁটিতে হামলা চালিয়েছে।
এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে প্রায় ২১০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে আরও বলা হয়, ইসরায়েল হিজবুল্লাহর ১৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, গুরুতর আকার ধারণ করা পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়া এখন সময়ের ব্যাপার। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ। এবং বেসামরিক এলাকায় ইসরায়েলের হামলার নিন্দা করেছে।
সূত্র: আলজাজিরা, আলআরাবি জাদিদ