নিউজনেস্ট

চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনা, বহু হতাহতের আশংকা

চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনা, বহু হতাহতের সংখ্যা
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইটবোঝাই ট্রাক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে পথচারী, ব্যবসায়ী, বাইক আরোহী, সিএনজি যাত্রীসহ অনেকে। এতে বহু হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, নগরীর শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের নিচে চাপা পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ১১জন। এদের মধ্যে সিএনজি চালক ও বাইক আরোহীও রয়েছেন।

সোমবার ২৩শে সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে শাহ আমানত সেতুর টোলপ্লাজার আগে ওভারব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, (চট্ট-মেট্রো ট-১১১৩৪৭) নম্বরের ট্রাকটি ইটবোঝাই ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) পার হয়ে চাক্তাইমুখী একটি ইটবোঝাই ট্রাক সামনে থাকা মাছবোঝাই একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে মাছের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন পেছনে থাকা ইটভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়ানো সিএনজি অটোরিকশা চাপা দিয়ে, মদিনা হোটেলের পাশে টিন দিয়ে ঘেরা দুটো কুলিং কর্নারে ঢুকে পড়ে। এ সময় একটি বৈদ্যুতিক পিলারেও আঘাত করে ট্রাকটি।

স্থানীয়দের তথ্যমতে আহতরা হলেন, চন্দনাইশ বরকলের এখলাসুর রহমান (৬০), কক্সবাজারের মো. হোসেনের ছেলে নিজাম (২৩), বিজয়নগরের মৃত ইব্রাহিমের ছেলে মো. রফিক (৪০), ষোলশহর সালাম কলোনির মৃত সৈয়দ আলীর ছেলে মতিয়ার (৪৫), চাঁদপুর ফরিদগঞ্জের ফজলুল হক মোল্লার ছেলে কাঞ্চন মোল্লা (৪৫)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন। তিনি বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক দোকানে ঢুকে পড়ে। গাড়িটির নিয়ন্ত্রণ না থাকায় দোকানের আগে মোটরসাইকেলসহ আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন। তাদের পরিচয় শনাক্ত করণে চেষ্টা চলমান। বাকিদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

নাহিন শিকদার, চট্টগ্রাম
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত