অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জন করেছে আফগানিস্তান।
সম্প্রতি দ্বিতীয়বারের মত হেরাত প্রদেশের রোজনিক স্টেশন থেকে তুরস্কের বেলজিক স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ৫৫০ টন খনিজ পণ্যবাহী ট্রেন। আফগানিস্তানের আন্তর্জাতিক বাণিজ্য প্রসার এবং পরিবহন খাতের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ গৃহীত হয়।
যে পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে, আফগানিস্তানের রপ্তানি খাতের সম্প্রসারণ এবং তুরস্কসহ আঞ্চলিক দেশগুলোর সাথে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা।
বর্তমানে খনিজ পণ্যের মতো প্রাকৃতিক সম্পদের রপ্তানি বৃদ্ধি আফগানিস্তানের জন্য বৈদেশিক আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। অপরদিকে রেলপথে এই ধরনের রপ্তানি পদ্ধতি দ্রুত, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব হওয়ায় আন্তর্জাতিক বাজারে আফগান পণ্য সরবরাহকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করে তুলবে। অন্যদিকে ভৌগোলিক সুবিধার কারণে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে রেলপথের ব্যবহার দেশের রপ্তানি খাতকে আরও কার্যকর এবং সাশ্রয়ী করবে।
এছাড়া সাম্প্রতিক সময়ে তুরস্কের মতো শক্তিশালী অর্থনীতির দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার মাধ্যমে আফগানিস্তান তার অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে পারবে।
উল্লেখ্য, অর্থনীতির উন্নতি সাধনে আফগানিস্তানের সাম্প্রতিক পদক্ষেপগুলো হচ্ছে: রপ্তানি বাড়ানো, আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলা রক্ষার্থে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করা দেশটির সার্বিক অর্থনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করবে। ভবিষ্যতে যা আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সূত্র: হুররিয়াত রেডিও