বছর হতে চলল গাজা যুদ্ধের। গতকাল ছিল এ যুদ্ধের ৩৫৩তম দিন। চলমান এই যুদ্ধে ইসরায়েল গাজার এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ। গতকালও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ যোদ্ধারা পূর্ব রাফায় ইসরায়েলি সেনাবাহিনীর উপর বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। আক্রমণ করেছে অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোও।
কাসসাম ব্রিগেড
• কাসসাম ব্রিগেড পূর্ব রাফাহ শহরের জাওরিজ সড়কে পূর্ব পরিকল্পিতভাবে দখলদার ইসরায়েলি বাহিনীর সাপ্লাই লাইনে ইসরায়েলি সামরিক যানের একটি কনভয়কে আক্রমণ করে। তাতে ইসরায়েলের ৩টি ডি-৯ সামরিক বুল্ডোজার এবং ২টি মারকাভা ট্যাঙ্ককে ইয়াসিন-১০৫ মর্টার শেল ও আত্মঘাতি বোমা দিয়ে টার্গেট করা হয়।
আলকুদস ব্রিগেড
• আলকুদস ব্রিগেড শহিদ উমর আলকাসিমের যোদ্ধাদের সাথে মিলে নেটজারিম এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের সামরিক যানে হাউন মর্টার শেল দিয়ে আক্রমণ করে।
সূত্র: আলইলামুল আসকারি