লেবাননে চলমান সংঘাতের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং কানাডা তাদের নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি আক্রমণের ক্রমবর্ধমান হুমকি এবং লেবাননের পরিস্থিতি দিন দিন অস্থির হয়ে উঠায় এই সতর্ক বার্তা জারি করা হয়।
আজ ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি এক জরুরি বার্তায় লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানান। তিনি জানান, যতক্ষণ বিমান ভ্রমণের বাণিজ্যিক সুযোগ অবশিষ্ট আছে, ততক্ষণই তাদের এই সুযোগটি কাজে লাগিয়ে দ্রুত দেশ ত্যাগ করা উচিত। এবিসি নিউজকে দেওয়া সেই সাক্ষাৎকারে কিরবি আরও বলেন, ‘আমরা এখনও নিশ্চিত করছি যে, বাণিজ্যিক ফ্লাইটের সুযোগ রয়েছে এবং আমেরিকান নাগরিকদের এখনই লেবানন ছেড়ে যাওয়া উচিত।’ এসময় মার্কিন সরকারের ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও তিনি উল্লেখ করেন।
এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লেবাননে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, লেবাননে থাকা অস্ট্রেলিয়ানদের সংখ্যা সরকারের উদ্ধার সক্ষমতার চেয়ে অনেক বেশি। পরিস্থিতি খারাপ হলে তাই সবাইকে উদ্ধার করা সম্ভব নাও হতে পারে।
অপরদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি তার দেশের নাগরিকদের জন্যও একই সতর্কবার্তা জারি করেছেন। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে কানাডার পররাষ্ট্রমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অস্থিতিশীল হয়ে উঠছে। যেকোন সময় উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। কানাডিয়ান নাগরিকদের এখনই নিরাপত্তার স্বার্থে লেবানন ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখিত এই ৪টি দেশের সতর্কবার্তা থেকে এটা স্পষ্ট, লেবাননের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ আরও জটিল এবং বিপজ্জনক হয়ে উঠছে।
সূত্র: আলজাজিরা