ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছে না দখলদার ইসরায়েলের তাণ্ডব। গতকাল ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার উত্তর গাজাসহ বিভিন্ন স্থানে রাত থেকে চলা বিমান হামলায় অন্তত ৫৩জন ফিলিস্তিনি শহিদ হয়েছে। বিশেষ করে নুসাইরাত শরণার্থী শিবিরে বহু মানুষ হতাহত হয়।
উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত শহিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৪৬৭ জনে। সেই সাথে আহত হয়েছেন ৯৫ হাজার ৯৮১ জন।
এদিকে এই সংঘাতের ভয়াবহতা নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বারাবরের মতোই গভীর উদ্বেগ(?) প্রকাশ করেছেন।
গেল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে গুতেরেস এই পরিস্থিতিকে ‘একটি চিরস্থায়ী দুঃস্বপ্ন’ বলে অবহিত করেন।
এ সময় তিনি বলেন, এই গাজায় চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। আমি অবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর করার জন্য আন্তর্জাতিক মহলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। কারণ, এই সংঘাত লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে।
সূত্র: আলআরাবি জাদিদ, টিআরটি অ্যারাবিক