নিউজনেস্ট

গাজা যুদ্ধের ৩৫৪তম দিন যা ঘটলো সারাদিন

গাজা যুদ্ধের ৩৫৪তম দিন যা ঘটলো সারাদিন
ফাইল ছবি। আলইলামুল আসকারি

গাজা-ইসরায়েল যুদ্ধ বছর পূর্ণ হতে বাকি আর মাত্র ১১ দিন। গতকাল ছিল এই যুদ্ধের ৩৫৪তম দিন। চলমান এই যুদ্ধে গাজায় এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ।

গতকাল ‘আলআকসা শহিদ ব্রিগেড’ নামের একটি প্রতিরোধ ব্যাটালিয়ন নেটজারিম এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সাপ্লাই লাইন ও তাদের অবস্থানস্থল লক্ষ্য করে হাউন মর্টার শেল ও মিসাইল-১৩২ দিয়ে হামলা চালায়। তবে এই হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত