নিউজনেস্ট

ইসরায়েলি বিমান হামলায় শহিদ হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম কুবাইসি

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম কুবাইসির মৃত্যু
ইসরাইলি বিমান হামলায় শহিদ হিজবুল্লার ক্ষেপণাস্ত্র শাখার প্রধান ইব্রাহিম কোবাইসি। ছবি: আলইলামুল হারবি

আজ ২৫শে সেপ্টেম্বর বুধবার হিজবুল্লাহ তাদের গুরুত্বপূর্ণ ফিল্ড কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কুবাইসির (৬২) মৃত্যুর খবর স্বীকার করেছে।

গতকাল মঙ্গলবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর গাবিরিতে একটি ইসরায়েলি বিমান হামলায় ইব্রাহিম কুবাইসি নিহত হন। ফিল্ড কমান্ডার ইব্রাহিম কুবাইসি ‘আলহাজ আবু মুসা’ নামে পরিচিত ছিলেন।

বিবৃতিতে হিজবুল্লাহ জনায়, ‘ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে কুদসের পথে একজন শহিদ হচ্ছেন ইব্রাহিম কুবাইসি।’

উল্লেখ্য, এই হামলায় কমান্ডার ইব্রাহিম কুবাইসি ছাড়া আরও ৬জন নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন ১৫ জন।

প্রসঙ্গত, বৈরুতের এই দক্ষিণাঞ্চল হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। গত কয়েক বছরে ইসরায়েল এখানে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইব্রাহিম কুবাইসি ছিলেন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রধান। এবং তাকে লক্ষ্য করেই এই বিমান হামলাটি চালানো হয়। রেডিওতে আরও বলা হয়, অত্যাধুনিক ‘এফ-৩৫’ যুদ্ধবিমান ব্যবহার করে এই হামলা পরিচালনা করা হয়। যা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতার একটি উল্লেখযোগ্য দিক।

উল্লেখ্য, একই বিমান ব্যবহার করে গত জুলাই মাসে হিজবুল্লাহর আরেক গুরুত্বপূর্ণ নেতা ফুয়াদ শাকেরকেও বৈরুতের দক্ষিণাঞ্চলে শহিদ করা হয়।

এদিকে হিজবুল্লাহ নেতার এই হত্যাকাণ্ড নতুন করে উত্তেজনা তৈরি এবং ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত আরও তীব্র করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত