নিউজনেস্ট

গাজা যুদ্ধের ৩৫৫তম দিন যা ঘটলো সারাদিন

গাজা যুদ্ধের ৩৫৫তম দিন যা ঘটলো সারাদিন
কাসসাম ব্রিগেড। ছবি: আল জাজিরা

বছর পূর্ণ হতে আর মাত্র ৫ দিন বাকি গাজা যুদ্ধের। গতকাল ছিল এই যুদ্ধের ৩৫৫তম দিন। চলমান এই যুদ্ধে ইসরায়েল গাজার এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ। গতকালও ইসরায়েলের উপর প্রচুর আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠন।

• হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড, আলকুদস ব্রিগেডের সাথে মিলে ‘নেটজারিম’ এলাকার উত্তরে ইসরায়েলের একটি অবকাঠামোতে হাউন মর্টার শেল নিক্ষেপ করে।

• জেনিন শহরের উত্তর পশ্চিম তীরের ‘সামরান’ এলাকায় অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর উপর কাসসাম ব্রিগেড মেশিনগান থেকে তীব্র গুলি বর্ষণ করে।

• কাসসাম ব্রিগেড রাফাহ শহরের পূর্বে অনুপ্রবেশকারী দখলদার ইসরায়েলি বাহিনীর সাপ্লাই লাইনে থাকা দখলদার ইসরায়েলি সেনা কনভয়ের উপর একটি অতর্কিত হামলা সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়।

আল কুদস ব্রিগেড

• ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আলকুদস ব্রিগেড গাজার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর বাইত লাহিয়ার উত্তর-পশ্চিমে পূর্ব প্রস্তুতকৃত একটি উচ্চ-বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটায়। এতে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যান ধ্বংস হয়।

• আল-কুদস ব্রিগেডের ‘জেনিন ব্যাটালিয়ন’ গাজার বায়দার এলাকার আশেপাশে অভিযান শেষে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর একটি পদাতিক দলের উপর আক্রমণ এবং যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলের সামরিক যানে বিস্ফোরণ ঘটানোর বিষয়টি নিশ্চিত করে।

আলআকসা শহিদ ব্রিগেড

• ফিলিস্তিনের আরেক প্রতিরোধ সংগঠন আলআকসা শহিদ ব্রিগেড নেটজারিম এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সাপ্লাই লাইনে আল আকসা-১০৭ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এর ভিডিও প্রকাশ করে।

• আলআকসা শহিদ ব্রিগেড ফাজ্জা এলাকার একটি সামরিক এড়িয়ায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর উপর আসেফ-১২২ এমএম ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এর ভিডিও প্রকাশ করে।

• আলআকসা শহিদ ব্রিগেড গাজার বেইরি বসতিতে দখলদার ইসরায়েলি বাহিনীর সাপ্লাই লাইনে হাউন মর্টার শেল নিক্ষেপ করে এবং এর ভিডিও প্রকাশ করে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত