নিউজনেস্ট

আমাদের দেশ ধ্বংসের পথে: সাবেক ইসরায়েলি জেনারেলের হুঁশিয়ারি

আমাদের দেশ ধ্বংসের পথে: সাবেক ইসরায়েলি জেনারেলের হুঁশিয়ারি
গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সৈন্যদের কফিন। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং উত্তেজনা মধ্যেই ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল ইত্সহাক ব্রিক তাঁর দেশের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দেশকে এক অচল পথে নিয়ে যাচ্ছে, যা শেষ পর্যন্ত চূড়ান্ত ধ্বংসের দিকে গড়াতে পারে।

কৌশলগত সাফল্যের পরও অবনতি

ইত্সহাক ব্রিকের মতে, যদিও প্রাথমিকভাবে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে কৌশলগত কিছু সাফল্য অর্জন করেছে, কিন্তু এতে শেষমেষ দেশের নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি উল্লেখ করেন, হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার এবং নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হলেও ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র হামলা থামাতে পারেনি। এবং এখনও উত্তর ইসরায়েলের প্রতিটি অংশ হিজবুল্লাহর হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যুদ্ধবিরতি এবং সমঝোতার প্রস্তাব

ব্রিক বিশ্বাস করেন, ইসরায়েলের সামনে এখন একমাত্র সমাধান হলো বন্দি বিনিময়ের মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানো এবং গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ করা। তার মতে, একমাত্র এভাবেই হিজবুল্লাহর আগ্রাসন থামানোর সম্ভাবনা তৈরি হতে পারে।

উল্লেখ্য, ইত্সহাক ব্রিকের এই হুঁশিয়ারি ইসরায়েলের অভ্যন্তরীণ ও বহিরাগত সংকটের গভীরতা নির্দেশ করে। এই সংঘাতের অবসান এবং একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা না করা গেলে ইসরায়েল আরও গভীর সংকটে পতিত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

লেবাননে ইসরায়েলের তীব্র আক্রমণ

গত সোমবার থেকে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সবচেয়ে তীব্র এবং বিস্তৃত আক্রমণ পরিচালনা করছে। ইসরায়েলের এসব হামলায় লেবাননে নারী শিশুসহ ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ২৫০০ জনেরও বেশি মানুষ। এবং একটি সূত্রে জানা গেছে, ইসরায়েলি হামলায় লেবাননের প্রায় ৪ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

হিজবুল্লাহর পাল্টা আক্রমণ

ইসরায়েলের আক্রমণের জবাবে, হিজবুল্লাহও ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং উত্তর সীমান্ত, সাফেদ এবং হাইফার মতো এলাকায় ব্যাপক রকেট হামলা চালিয়েছে। যার ফলে ইসরায়েলের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয় এবং বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে।

গাজা উপত্যকার সংকট

গাজা যুদ্ধের প্রায় বছর হয়ে গেলেও ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে। এর ফলে সর্বশেষ আপডেট অনুযায়ী গাজায় ৪১ হাজার ৪৯৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৯৬ হাজার ৬ জন আহত হয়েছেন। একইসঙ্গে সেখানে একটি নজিরবিহীন স্বাস্থ্য ও মানবিক সংকট তৈরি হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত