নিউজনেস্ট

ভারতে ইলিশ রফতানি: প্রথম চালানে গেল ৫৪ টন ইলিশ

ভারতে ইলিশ রফতানি: প্রথম চালানে গেল ৫৪ টন ইলিশ
ছবি: সংগৃহীত

অন্যান্য বছরের মতো এবারও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি করেছে বাংলাদেশ। আজ ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রথম চালানে ৫৪ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠিয়েছেন ১০ জন রফতানিকারক। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১,১৮০ টাকা।

এবছর ভারতে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে বাংলাদেশের ৪৯টি প্রতিষ্ঠান। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৩ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে রফতানি প্রক্রিয়া। এর আগে কলকাতার ভারতীয় ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) গত ৯ই সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের কাছে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রফতানির অনুরোধ জানায়। যা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার ২,৪২০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে।

ইতোমধ্যে প্রথম চালানে যে সকল প্রতিষ্ঠান রফতানি করেছে, তাদের মধ্যে রয়েছে ম্যাপ ইন্টারন্যাশনাল, সাজ্জাদ এন্টারপ্রাইজ, রুপালি এন্টারপ্রাইজ, জেবিএস ফুড প্রোডাক্টস, নোমান এন্টারপ্রাইজ এবং সুমন ট্রেডার্সসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এছাড়া দ্রুত ইলিশ ছাড় করণের পরিচালনায় সিএন্ডএফ এজেন্ট হিসেবে কাজ করছে বাংলাদেশ লজিস্টিক।

এদিকে দ্রুত ইলিশ রপ্তানি বিষয়ে বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন ও বেনাপোল বন্দরের উপপরিচালক সজিব নাজির জানান, ইলিশ রফতানি প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয়, সে জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ২০১২ সালে ইলিশ রফতানি বন্ধ করে দেওয়া হলেও, পরবর্তীতে বিশেষ বিবেচনায় দুর্গাপূজার সময় রফতানির অনুমতি দেওয়া হয়। গত বছর ৩,৯০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি ছিল। তবে এ বছর তা কমিয়ে ২,৪২০ মেট্রিক টনে নির্ধারণ করা হয়েছে।

এদিকে ইলিশ রফতানি বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত