নিউজনেস্ট

ইসরায়েল আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যের জলপথ রেড জোন: হুথি প্রধান

ইয়েমেনের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ হুথির প্রধান আব্দুল মালিক আল হুথি। ছবি: আলজাজিরা

গত ২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ইয়েমেনের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ হুথি প্রধান আব্দুল মালিক আল হুথি ইয়েমেনের আলমাসিরাহ টিভিতে দেওয়া এক বক্তব্যে বলেন, ইসরায়েল এবং আমেরিকার জন্য লোহিত সাগর, আরব সাগর, এডেন উপসাগরের এলাকা সম্পূর্ণ নিষিদ্ধ এরিয়ায় পরিণত হয়েছে।

বক্তব্যে আব্দুল মালিক হুথি আরো বলেন, এই সপ্তাহেও ফিলিস্তিন এবং লেবাননের সমর্থনে ইসরায়েল এবং পশ্চিমা রাষ্ট্রের বিরুদ্ধে ৩৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আনসারুল্লাহ হুথিরা। এ ব্যাপারে আব্দুল মালিক আল হুথি জানান, যুদ্ধ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিন এবং লেবাননের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

আব্দুল মালিক হুথি আরও বলেন, আনসারুল্লাহ হুথিদের কাছে যেসব অস্ত্র  রয়েছে, তা অনেক দেশের সেনাবাহিনীর কাছেও নেই। বিশেষত ‘ফিলিস্তিন-২’ ক্ষেপণাস্ত্রটি হুথিদের অস্ত্র ভাণ্ডারে এক অনন্য সংযোজন। সেই সাথে সকলের জানা উচিত, শুধু ক্ষেপণাস্ত্রই আনসারুল্লাহ হুথির একমাত্র অস্ত্র নয়। ক্ষেপণাস্ত্র তো ইয়েমেনের আনসারুল্লাহ হুথিদের সমৃদ্ধ অস্ত্র ভাণ্ডারের একটি উপাদান মাত্র।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত