লেবানজুড়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গতকাল ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার একদিনে ৮৮ জন নিহত এবং ১৫৩ জন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রাতে এই তথ্য নিশ্চিত করেছে। গত বছর হিজবুল্লাহর সাথে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের পক্ষ থেকে এবারের হামলাগুলো ভয়াবহ হিসেবে বিবেচিত হচ্ছে।
গতকাল ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা, মাউন্ট লেবানন এবং কাহালাসহ বিভিন্ন অঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে। এছাড়াও হামলায় বালবাক শহর ও তার আশেপাশের বেশ কয়েকটি এলাকা, জাহলা ও পশ্চিম বেকা জেলার অনেক জায়গা ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হয়।
হামলা চালানো হয় দক্ষিণ লেবাননের সাইদা, টায়ার, বেন্ট জাবাইল, মারজায়াউন, হাসবায়া এবং জেজিন জেলার বিভিন্ন শহর এবং গ্রামেও। এ ব্যাপারে বিশদ আকারে আল-জাজিরার এক প্রতিবেদক জানান, বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বিমান হামলায় মধ্য-পূর্ব লেবাননের অঞ্চল বেকার বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় লেবাননে ৪০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। সম্প্রতি লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আল-আবিয়াদ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। এসময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ইসরায়েলি বিমান হামলায় অ্যাম্বুলেন্সগুলো সরাসরি হামলার শিকার হচ্ছে। যা আন্তর্জাতিক আইনের অধীনে মারাত্মক অপরাধ। স্বাস্থ্যকর্মীদের অবশ্যই সুরক্ষা দেওয়া উচিত।
অন্যদিকে ইসরায়েলের এই তীব্র হামলা লেবাননের জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। বহু মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, প্রতিদিন বেড়েই চলেছে হতাহতের সংখ্যা।
সূত্র: আল-জাজিরা ও অন্যান্য সংবাদমাধ্যম