১ বছর হতে আর মাত্র ৯ দিন বাকী গাজা যুদ্ধের। গতকাল ছিল এই যুদ্ধের ৩৫৬ তম দিন। চলমান এই যুদ্ধে ইসরায়েল গাজার এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত রয়েছে প্রতিরোধ। গতকালও ইসরায়েলের উপর আক্রমণ পরিচালনা করেছে ফিলিস্তিনের দুটি প্রতিরোধ সংগঠন।
কাসসাম ব্রিগেড:
- কাসসাম ব্রিগেড খান ইউনিস শহরের পূর্বে দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল লক্ষ্য করে হাউন মর্টার শেল নিক্ষেপ করে।
আল কুদস ব্রিগেড:
- আল-কুদস ব্রিগেড এর জেনিন ব্যাটালিয়ন গতকাল দখলদার ইসরায়েলি পদাতিক বাহিনীর উপর আক্রমন করে এবং আল-আসির মসজিদ এলাকায় দখলদার ইসরায়েলি সেনাদের উপর সরাসরি গুলি বর্ষণ করে। পাশাপাশি দখলদার ইসরায়েলি সেনাদের ইঞ্জিনিয়ারিং ইউনিটের উপর বেশ কয়েকটি আক্রমন চালায় এবং সামরিক যান ধ্বংস করে।
সূত্র : আলইলামুল আসকারি