নিউজনেস্ট

ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর রকেট প্রধান নিহত

হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত নিরসনে নতুন প্রস্তাব ওয়াশিংটনের
ইসরায়েলের বিমান হামলায় পুড়ছে কতগুলো আবাসিক ভবন। ছবি: রয়টার্স

আজ ২৮শে সেপ্টেম্বর শনিবার হিজবুল্লাহর রকেট ইউনিটের প্রধান এবং তার সহকারীকে হত্যার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলে  হিজবুল্লাহ প্রধান জেনারেল হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘণ্টা পরেই এই হত্যকান্ড ঘটে।

একই সময়ে বৈরুতের দক্ষিণে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। উল্লেখ্য, ২০০৬ সালের যুদ্ধের পর ইসরায়েলের এবারের হামলাগুলোই সবচেয়ে বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর আরও কয়েকজন শীর্ষ কমান্ডার। যার মধ্যে বিমান ইউনিটের প্রধান মোহাম্মদ হুসেইন সরুর এবং রিদওয়ান বাহিনীর কমান্ডার ইব্রাহিম আকিল ও আহমেদ ওহবি উল্লেখযোগ্য।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত