নিউজনেস্ট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি
প্রশিক্ষণরত ইউক্রেনীয় সেনাবাহিনী। ছবি: দ্য গার্ডিয়ান

তিন বছর হতে চলল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বয়স। দীর্ঘ এই যুদ্ধে উভয় পক্ষের অবস্থান দিচ্ছে না কোন শান্তির আভাস। গতকাল ছিল এই যুদ্ধের ৯৪৬তম দিন।  যুদ্ধের ময়দান এবং কূটনৈতিক অঙ্গনে গতকাল ঘটেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা।

লড়াইয়ের পরিস্থিতি

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের একটি চিকিৎসালয়ে‌ ‌‌রাশিয়ার ধারাবাহিক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো জানান, প্রথম হামলায় একজন নিহত হন এবং ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহতদের সরিয়ে নেওয়ার সময় দ্বিতীয় হামলায় আরও পাঁচজন নিহত হন।

গতকাল রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ’সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তারা ৭৩টি ড্রোনের মধ্যে ৬৯টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়। কিয়েভের আশেপাশে এবং শহরের ভেতরে ১৫টির বেশি ড্রোন ধ্বংস করা হয়।

এছাড়া গতকাল মধ্য ইউক্রেনের ক্রিভিরিহ শহরে একটি পাঁচতলা ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং ছয়জন আহত হন। উল্লেখ্য, ভবনটি আঞ্চলিক পুলিশ দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

এদিকে ওডেসার গভর্নর ওলেগ কিপার জানিয়েছেন, ইউক্রেনের ডানিউব নদীর কৌশলগত বন্দর শহর ইজমাইলে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন শিশুও রয়েছে।

অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে দোনেৎস্ক অঞ্চলের মেরিনিভকা গ্রাম দখল করার দাবি করা হয়েছে। বর্তমানে তারা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র পোকরভস্কের দিকে অগ্রসর হচ্ছে। তবে ইউক্রেনের জেনারেল স্টাফ মেরিনিভকার দখলের বিষয়টি নিশ্চিত করেননি। বরং তিনি জানিয়েছেন, সেখানে রুশ বাহিনী কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়েছে।

রাজনীতি ও কূটনৈতিক পদক্ষেপ

নিউ ইয়র্কে একটি ব্যক্তিগত বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইউক্রেন যুদ্ধের পরিকল্পনা উপস্থাপন করেছেন। বৈঠকে ট্রাম্প জেলেনস্কির প্রশংসা করেন, তবে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও তার ভালো সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে নিউ ইয়র্কে চীন ও ব্রাজিলের নেতৃত্বে ১৭টি উন্নয়নশীল দেশের একটি সভা অনুষ্ঠিত হয়। যেখানে রাশিয়ার যুদ্ধ শেষ করার একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়। যদিও জেলেনস্কি এই উদ্যোগকে সমর্থন জানাননি, কিন্তু  চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর বিবৃতি অনুযায়ী, যুদ্ধের তীব্রতা কমানো, গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার রোধ এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উপর হামলা প্রতিরোধের বিষয়ে উক্ত বৈঠকে আলোচনা হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র নাবিলা মাসরালি জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধে চীন-সমর্থিত এ্যাটাকিং ড্রোন কর্মসূচি নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ‘গভীর উদ্বেগজনক’। 

অপরদিকে রাশিয়ার একটি রাষ্ট্রায়ত্ত অস্ত্র সংস্থার সহযোগী প্রতিষ্ঠান চীনে নতুন ড্রোন মডেলের ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে বলে জানা গেছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্যে বলেন, রাশিয়া উত্তর কোরিয়ার সাথে অবৈধ অস্ত্র বাণিজ্যে জড়িত। পিয়ংইয়ং রকেট এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। এর বিপরীতে রাশিয়া উত্তর কোরিয়াকে অর্থনৈতিক এবং সামরিক সহায়তা দিচ্ছে।

উভয় পক্ষের শিশু বন্দিদের মুক্তি

সম্প্রতি কাতারের মধ্যস্থতায় ইউক্রেনের খেরসনের একটি অনাথ আশ্রম থেকে রাশিয়ায় নেওয়া নয়টি শিশু তাদের নিজ দেশে ফিরে এসেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় পার্লামেন্টের মানবাধিকার কমিশনার ওমবুডসম্যান দিমিত্রো লুবিনেটস। মুক্তিপ্রাপ্ত এই শিশুদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে ছিল। 

এদিকে পুতিনের ঘনিষ্ঠ সহযোগী নিকোলাই পাত্রু শেভ অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার গুরুত্বপূর্ণ ইউরোপীয় ‘এক্সক্লেভ’ কালিনিনগ্রাদ’কে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এ সময় তিনি ন্যাটো ও ইইউ সদস্য লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত এই অঞ্চলের পণ্য সরবরাহ সীমিত করার কথা উল্লেখ করেন।

সাংবাদিকদের বিরুদ্ধে তদন্ত

সাম্প্রতিক রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, ইউক্রেনের বাহিনী দখল করা রাশিয়ার কুরস্ক অঞ্চলের অংশে সংবাদ সংগ্রহ করার জন্য অস্ট্রেলিয়ার দুই সাংবাদিক এবং রোমানিয়ার একজন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এই তিন সাংবাদিক পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও তারা রাশিয়ায় অবস্থান করছেন বলে কোন সংবাদ পাওয়া যায়নি।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত