চলতি বছরের শুরু থেকেই অর্থনৈতিক উন্নয়নের এক নতুন ধাপ অতিক্রম করছে তালেবান সরকার। স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বর্তমান আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আফগানিস্তান। যা দেশটিতে প্রায় ৫.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগের এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। আফগানিস্তানের অর্থনীতি বিষয়ক বিভাগের একটি বিবৃতিমতে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে এই বিনিয়োগের আশা করা হচ্ছে।
প্রধানত বিদ্যুৎ, শিল্প, খনি, অবকাঠামো, যোগাযোগ এবং পরিবহন খাতে এই বিনিয়োগগুলো আসার সম্ভাবনা রয়েছে। কারণ, ভৌগলিক সুবিধা এবং প্রাকৃতিক সম্পদের কারণে আফগানিস্তানে বিনিয়োগকারীদের কাছে উল্লেখিত খাতগুলো সবচে’ পছন্দনীয়। বিশেষত খনি ও অবকাঠামো খাতে বিনিয়োগ, আফগান অর্থনীতি এবং বিনিয়োগাকারী উভয়কেই শক্তিশালী করতে পারে।
বিনিয়োগকারীদের জন্য সুবিধা
এদিকে বেশ কয়েক বছর ধরেই স্থানীয় ও বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়ে আসছে আফগানিস্তান। বর্তমান তালেবান সরকার বিনিয়োগকারীদের জন্য একটি সহজ, সাশ্রয়ী ও নিরাপদ পরিবেশ তৈরি করতে কাজ করছে। ফলে আফগানিস্তানে বিনিয়োগ এখন আগের চেয়ে অনেক সহজ। যা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আশার আলো দেখাচ্ছে।
প্রশংসায় পঞ্চমুখ আন্তর্জাতিক মহল
এদিকে আফগান অর্থনীতিকে শক্তিশালী ও স্থিতিশীল করার দৃঢ় প্রতিজ্ঞাপূর্ণ এই প্রচেষ্টা প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। অন্যদিকে কৌশলগত ভৌগলিক সুবিধা এবং প্রাকৃতিক সম্পদ, সেই সাথে কার্যকর প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করতে সফল হচ্ছে আফগানিস্তান।
বিশ্লেষকদের ধারণামতে, তালেবান সরকার এসব কারণে এখন শুধু নিজ দেশেই নয়, আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: হুররিয়াত রেডিও
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link