নিউজনেস্ট

আরেক হামলায় হিজবুল্লাহর প্রতিরক্ষা ইউনিটের প্রধান নিহত, দাবি ইসরায়েলের

আরেক হামলায় হিজবুল্লাহর প্রতিরক্ষা ইউনিটের প্রধান নিহত, দাবি ইসরায়েলের
হিজবুল্লাহর প্রতিরক্ষা ইউনিটের প্রধান নাবিল কাওক। ছবি : অ্যাসোসিয়েটেড প্রেস

ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে হিজবুল্লাহর প্রতিরক্ষা ইউনিটের প্রধান নাবিল কাওককে বৈরিতের দক্ষিণাঞ্চলে এক হামলায় হত্যা করেছে। ইসরায়েলের জাতীয় পত্রিকা ইসরায়েলুল ইয়োমের মতে, ইসরায়েলি সেনাবাহিনী গতকাল শনিবার বৈরুতের দক্ষিণ উপশহরে চালানো এক হামলায় কাওককে হত্যা করেছে।

এদিকে হিজবুল্লাহ এখনো কাওকের হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে ওই হামলার পর থেকেই কাওকের সমর্থকরা সামাজিক মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করছেন।

নাবিল কাওকের মৃত্যুর খবরটি এমন সময়ে এসেছে, যখন হিজবুল্লাহ তাদের প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুতে শোক পালন করছে। নাসরুল্লাহর মৃত্যু হিজবুল্লাহর নেতৃত্ব কাঠামোতে বড় ধরনের শূন্যতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্য দিকে আইডিএফের মুখপাত্র আভিখাই আড্রাই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ জানিয়েছেন, নাসরুল্লাহকে লক্ষ্য করে করা হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের প্রধান আলী কারকিসহ আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

এছাড়া মার্কিন অনলাইন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, লেবাননে ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফরুশানও একই হামলায় নিহত হয়েছেন।

এই ধারাবাহিক হামলাগুলো ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তারা হিজবুল্লাহর হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। তবে বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের এই ধারাবাহিক হামলা যুদ্ধকে থামাবে না বরং মধ্যপ্রাচ্যকে আরও উত্তপ্ত করে তুলবে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত