নিউজনেস্ট

পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল: ব্যর্থ আক্রোশে ফুঁসছে ছাত্র ফ্রন্ট

পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল: ব্যর্থ আক্রোশে ফুঁসছে ছাত্র ফ্রন্ট
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের লোগো। ছবি: সংগৃহীত

গতকাল রবিবার ২৯শে সেপ্টেম্বর পাঠ্যপুস্তক সংশোধন সমন্বয় কমিটি বাতিলে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ছাত্র ফ্রন্টের পরিচালকগণ সমন্বয় কমিটি বাতিলের কঠোর সমালোচনা করেন এবং এর পুনঃগঠনের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। বক্তব্য রাখেন সহসভাপতি সুস্মিতা মরিয়ম, সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন, ইসলামপন্থী দলগুলোর চাপে ঢাবির অধ্যাপক সামিনা লুৎফা ও কামরুল হাসান মামুনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে কমিটি বাতিল করা হয়েছে। এ সময় বক্তারা ছাত্র-শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাবিদদের নিয়ে একটি নতুন অন্তর্ভুক্তিমূলক  কমিটি গঠনেরও আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত