নিউজনেস্ট

বাশার আল আসাদের ভাইয়ের বাসভবনে ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার বাশার আল আসাদের ভাইয়ের বাসভবনে ইসরায়েলি বিমান হামলা
বাশার আল আসাদ। ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইয়াফুর এলাকায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদের বাসভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় পরিস্থিতির উপর সার্বিক নজরদারি করতে আকাশে গোয়েন্দা বিমান ও ড্রোন উড়তে দেখা যায়।

অন্যদিকে সিরিয়া-লেবানন সীমান্তের কুসাইর এলাকার কাছাকাছি একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই হামলার ফলে গাড়িটি ধ্বংস হয়ে যায় এবং ভেতরে থাকা একজন অজ্ঞাত ব্যক্তি নিহত হন। অবশ্য ড্রোনগুলোকে সিরিয়ার পশ্চিম হোমস এলাকায় ভূপাতিত করার জন্য সিরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরোধের চেষ্টা চালিয়েছিল, কিন্তু এতে তারা ব্যর্থ হয়।

এছাড়াও সিরিয়া-লেবানন সীমান্তের সারগায়া অঞ্চলের অবৈধ ক্রসিং পয়েন্টগুলোতে হিজবুল্লাহর অস্ত্র সরবরাহের পথ বন্ধ করতে গতকাল ২৯শে সেপ্টেম্বর রোববার তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।   

উল্লেখ্য, এই সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে ইসরায়েল সিরিয়ায় মোট ৮৫ বার হামলা চালিয়েছে। এর মধ্যে ৬৮টি ছিল বিমান হামলা এবং ১৭টি স্থল হামলা। হামলাগুলোর ফলে ২২১ জন সামরিক সদস্য নিহত এবং ১৫৭ জন আহত হয়েছেন। পাশাপাশি ১৫৯টি টার্গেট ধ্বংস করা হয়েছে। এর মধ্যে অস্ত্রাগার, সামরিক ঘাঁটি এবং যানবাহনও রয়েছে।

ইসরায়েলের এসব হামলার ফলে সিরিয়ায় সংঘর্ষ এবং সংকট আরও তীব্র হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।  

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত