সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামী দলগুলো। জোট গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’সহ বিভিন্ন ইসলামি দল। কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে জোটের নেতৃত্বভার এবং জামায়াতের সাথে আলেমদের মতবিরোধের সমাধান নিয়ে ।
গত আগস্টের মাঝামাঝি থেকে এই জোট গঠনের আলোচনা শুরু হলেও কোনো চূড়ান্ত রূপ পায়নি এখনও। জামায়াত ও অন্যান্য ইসলামি দলগুলো নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং পুরনো মিত্রদেরও অন্তর্ভুক্ত করছে। তবে নেতৃত্ব ও মতপার্থক্যের সমাধান না হওয়ায় জোট গঠনের ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে।
এদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয়ই নির্বাচনী ঐক্যের পক্ষে আগ্রহ প্রকাশ করেছে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link