নিউজনেস্ট

নেতৃত্ব প্রশ্নে অনিশ্চিত ইসলামি জোট গঠনের ভবিষ্যৎ

নেতৃত্ব প্রশ্নে অনিশ্চিত ইসলামি জোট গঠনের ভবিষ্যৎ
বাংলাদেশের বিভিন্ন ইসলামি দলের প্রতীক

সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামী দলগুলো। জোট গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’সহ বিভিন্ন ইসলামি দল। কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে জোটের নেতৃত্বভার এবং জামায়াতের সাথে আলেমদের মতবিরোধের সমাধান নিয়ে ।

গত আগস্টের মাঝামাঝি থেকে এই জোট গঠনের আলোচনা শুরু হলেও কোনো চূড়ান্ত রূপ পায়নি এখনও। জামায়াত ও অন্যান্য ইসলামি দলগুলো নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং পুরনো মিত্রদেরও অন্তর্ভুক্ত করছে। তবে নেতৃত্ব ও মতপার্থক্যের সমাধান না হওয়ায় জোট গঠনের ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে।

এদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয়ই নির্বাচনী ঐক্যের পক্ষে আগ্রহ প্রকাশ করেছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত