সম্প্রতি মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি বলেছেন, আঞ্চলিক ভূরাজনৈতিক অস্থিরতার শিকার হওয়ায় সুয়েজ খাল থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব হারিয়েছে মিসর। মিসরের পুলিশ একাডেমির নতুন ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক অনুষ্ঠানে মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি তার দেওয়া বক্তৃতায় বলেন, আঞ্চলিক উত্তেজনার কারণে গত ৮ মাসে মিসর সুয়েজ খাল থেকে ৫০ থেকে ৬০% রাজস্ব হারিয়েছে। যার পরিমাণ ৬ বিলিয়ন ডলারেরও বেশি!
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ অবস্থা পশ্চিমে (লিবিয়া), দক্ষিণে (সুদান) এবং পূর্বে গাজা সীমান্তের জন্য অত্যন্ত বিপজ্জনক। অপরদিকে ভবিষ্যতে এ সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার আশংকাই বেশি। তাই আমাদের সতর্ক থাকতে হবে।
সূত্র: আল জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link