গাজা যুদ্ধের আজ ৩৬০তম দিন। আজও দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় গাজার বিভিন্ন অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি নৃশংসতায় গাজায় এ পর্যন্ত ৪১,৫৯৫জন মানুষ শহিদ হয়েছেন। পাশাপাশি আহতের সংখ্যা পৌঁছেছে ৯৬,২৫১জনে। দিন দিন সেখানে মানবিক বিপর্যয়ের মাত্রা বেড়েই চলছে।
গতকাল ২৯শে সেপ্টেম্বর দখলদার ইসরায়েলি বাহিনী তার ধারাবাহিক যুদ্ধাপরাধের অংশ হিসেবে গাজার খান ইউনিসের পশ্চিমে হামাদ সিটির কাছে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে সেখানে থাকা দুইজন শহিদ হন এবং বেশ কয়েকজন আহত হন। প্রসঙ্গত গাজায় ইসরায়েল কর্তৃক যেভাবে বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, তা মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ।
এদিকে গাজার সিভিল ডিফেন্সের তথ্যমতে, গতকাল সকালে একটি বিদ্যালয়, শরণার্থী ক্যাম্প এবং আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নারী শিশুসহ ২৫ জন শহীদ হয়েছেন। গাজার তথ্য অফিসের পরিচালক ইসমাইল থোয়াবতা জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে এখন পর্যন্ত প্রায় ১৭,০০০ শিশু প্রাণ হারিয়েছে। এবং প্রায় ২৫,৯৭৩ ফিলিস্তিনি শিশু পিতামাতাহীন অবস্থায় বেঁচে আছে।
প্রসঙ্গত, এসব পরিস্থিতি গাজার ভয়াবহ মানবিক সংকটের চিত্র তুলে ধরে। যেখানে সাধারণ মানুষের নুন্যতম জীবনের নিরাপত্তা বলতে কিচ্ছু নেই। প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে অবরুদ্ধ গাজার হাজারো মানুষ। আর একই নিয়মে প্রতিদিন মুখোমুখি হচ্ছে নিত্য নতুন নৃশংস পরিস্থিতির।
সূত্র: আল আরাবি আল জাদিদ
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link