নিউজনেস্ট

হিজবুল্লাহ হামাসের মাঝে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ইতিহাস

হিজবুল্লাহ হামাসের মাঝে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ইতিহাস
হিজবুল্লাহ হামাসের মাঝে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ইতিহাস। প্রতীকী ছবি: আল জাজিরার সৌজন্যে

সম্প্রতি এক প্রতিবেদনে ২০২৩ সালের ৭ই অক্টোবর ইরায়েলের অভ্যন্তরে হামাসের আকস্মিক ঐতিহাসিক হামলাকে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতার ইতিহাসে সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা বলে মন্তব্য করেছে বিখ্যাত পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে করা সব হামলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ছিল। এবং এই হামলাগুলো ২০০৬ সালের পর থেকে গত দুই দশকে হিজবুল্লাহ ও তার মিত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের নতুন যুদ্ধের জন্য দীর্ঘ প্রস্তুতির ফসল।

বিপরীতে হিজবুল্লাহর তুলনায় হামাসকে ইসরায়েলের নেতারা কম বিপজ্জনক মনে করেছিল। এমনকি ২০২৩ সালের সেপ্টেম্বরে ইসরায়েল একটি গোয়েন্দা প্রতিবেদনের মূল্যায়নে এই সিদ্ধান্তে পৌঁছায় যে, ‘হামাস তার মনোযোগ গাজা থেকে সরিয়ে এখন পশ্চিম তীরে ত্রাস সৃষ্টি করতে চায়। পাশাপাশি হামাস সরাসরি ইসরায়েলের মুখোমুখি হওয়ার ব্যাপারে আগ্রহী নয়।’

এদিকে গত দুই সপ্তাহে হিজবুল্লাহর অভ্যন্তরে ইসরায়েল কর্তৃক পরিচালিত হামলা দলটিতে ইসরায়েলের অনুপ্রবেশ সম্পর্কে সজাগ করেছে। এখন তারা  নিরাপত্তার বিষয়ে চেষ্টা আরও জোরদার করার প্রতি মনোযোগ দিচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত