নিউজনেস্ট

সিরিয়ার দামেশকে ইসরায়েলি বিমান হামলা

লেবাননে যুদ্ধের আগুনে ক্রমাগত ঘি ঢালছে ইসরায়েল: ব্লুমবার্গের বিশ্লেষণ
সিরিয়ার দামেশকে ইসরায়েলি বিমান হামলা। ছবি : প্রতীকি

আজ মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার রাজধানী দামেশকে তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলায় উল্লেখযোগ্য পরিমাণ সম্পদেরও ক্ষতি হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির দিক থেকে যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে দামেস্কের বিভিন্ন স্থানে হামলা চালায়। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে প্রতিহত করতে সক্ষম হলেও কিছু হামলা শহরের নির্দিষ্ট স্থানে আঘাত করে। এতে তিন বেসামরিক নাগরিক নিহত এবং নয়জন আহত হন।

এদিকে নিহতদের মধ্যে থাকা সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপিকা বিশিষ্ট সংবাদিক সাফা আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিরিয়ান সরকার।

সিরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘সওত আল-আসিমা’র বরাতে জানা গেছে, ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিল মাযা এলাকায় অবস্থিত সিরিয়ান টেলিকম কোম্পানি ভবনের নিকটবর্তী একটি চলন্ত গাড়ি।

ইসরায়েলি পত্রিকা ইদিয়োত আহরোনোত এর মতে এই হামলা মূলত একটি টার্গেট কিলিংয়ের অংশ ছিল। তবে এখনো সুনির্দিষ্টভাবে টার্গেটকৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, এই হামলার ফলে দামেশকের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। এবং হামলার পর উক্ত অঞ্চলের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত