নিউজনেস্ট

আমরা আবার ৭ অক্টোবর ফিরিয়ে আনবো

আমরা আবার ৭ অক্টোবর ফিরিয়ে আনবো
আমরা আবার ৭ অক্টোবর ফিরিয়ে আনবো। ছবি : সংগৃহীত

মঙ্গলবার সন্ধ্যায় ইরানের আকস্মিক রকেট হামলায় গাজার মানুষের মাঝে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ইসরায়েলি আগ্রাসনের দীর্ঘমেয়াদী শিকার গাজার জনগণ এই আক্রমণকে স্বাগত জানিয়ে আনন্দে মেতে ওঠে।

গাজার আকাশে ইরানি রকেট উড়তে দেখে এক তরুণ উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, ‘আমরা আবার ৭ অক্টোবর ফিরিয়ে আনবো,’ যা তাদের প্রতিরোধের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করে। জাবালিয়া শরণার্থী শিবিরে শিশুরা উল্লাসে নাচতে থাকে, আর খান ইউনিসেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও আনন্দের সুর।

ইরানের এই হামলা গাজার মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে, যা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচিত হতে থাকে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত