নিউজনেস্ট

ইসরায়েলকে ইরান সেনা প্রধানের কঠোর বার্তা

ইসরায়েলকে ইরান সেনা প্রধানের কঠোর বার্তা
ইরানের সেনা প্রধান। ছবি সংগৃহীত

ইরানের সেনাবাহিনীর প্রধান ইসরায়েলের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা প্রদান করে  এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান ইতোমধ্যে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে, তবে ভবিষ্যতে যদি ইসরায়েল পাল্টা আক্রমণ করে, তাহলে ইরান তাদের অবকাঠামোতেও আঘাত হানতে এবং ধ্বংস করতে প্রস্তুত।

সেনাপ্রধান আরও বলেন, এই সাম্প্রতিক আক্রমণ ইরানের প্রতিরোধের অংশ ছিল। ‘আমরা আশা করি ইহুদি রাষ্ট্র এবং তাদের সমর্থকরা আমাদের বার্তাটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছে।’ ইরানের পক্ষ থেকে বারংবার ইঙ্গিত দেয়া হয়েছে যদি ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তারা দ্বিগুণ প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে

তবে, ইরান যুদ্ধের পথে এগোতে চায় না উল্লেখ করে সেনাপ্রধান বলেন, আমরা যুদ্ধের পক্ষে নই। কিন্তু আমাদের অধিকার রক্ষায় আমরা সবসময় প্রস্তুত এবং ভবিষ্যতেও আমাদের অবস্থান বজায় রাখবো। ইরানের এই কঠোর অবস্থান তাদের সুরক্ষা এবং সার্বভৌমত্বের প্রতি অটল প্রতিশ্রুতির ইঙ্গিত বহন করে।

এই বার্তা ইরান-ইসরায়েল উত্তেজনার আরও একটি উদাহরণ, যা মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত