নিউজনেস্ট

গাজার স্কুল ও এতিমখানায় ইসরায়েলি বিমান হামলা

গাজার স্কুল ও এতিমখানায় ইসরায়েলি বিমান হামলা
গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলায় শহিদ এক শিশু কোলে করে নিয়ে যাচ্ছেন এক পিতা। ছবি: এএফপি

ফিলিস্তিনের রাষ্ট্রীয় রেডিও চ্যানেল সাওত ফিলিস্তিন জানিয়েছে, গাজার ‘মাসকাট স্কুল’ ও ‘আল-আমাল এতিমখানা’য় নৃশংস বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে আশ্রয় নেওয়া গৃহহীন ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি  শহিদ এবং অগণিত মানুষ আহত হয়েছেন। এই হামলার পাশাপাশি আজ বুধবার ভোরে গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলেও কয়েক ডজন বাড়ি ও স্থাপনা ধ্বংস করা’সহ ৩৮ ফিলিস্তিনিকে সরাসরি টার্গেট করে হত্যা করে ইসরায়েল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করেছে এই দুটি প্রতিষ্ঠান হামাসের পরিচালনা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, যা ধ্বংস করার উদ্দেশ্যে তারা হামলা চালায়।

পরে ইসরায়েলি বাহিনী হামলাস্থল থেকে সরে গেলে মেডিকেল টিম এবং সিভিল ডিফেন্স আহতদের উদ্ধার করতে সক্ষম হয়। আহতদের মধ্যে প্রসিদ্ধ ফিলিস্তিনি সাংবাদিক আহমদ আল জারদ এবং তার পরিবারও ছিলেন।

গাজার দুর্দশা অব্যাহত

গাজার অন্যান্য অংশেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ৭ই অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত নারী শিশুসহ ১ লাখ ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এছাড়া এখনও নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বেশিরভাগ অঞ্চল। পাশাপাশি বিদ্যমান এই মানবিক বিপর্যয়ের ফলে গাজায় প্রচণ্ড খাদ্যাভাব এবং চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে। যা আরও বহু শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত