ফিলিস্তিনের মেডিকেল সূত্রে জানা গেছে, গাজার বিভিন্ন স্থানে দখলদার ইসরায়েলি বাহিনীর সংঘটিত গণহত্যার ফলে ২৪ ঘণ্টায় শহিদের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। শহিদদের মধ্যে ৫৩ জনই খান ইউনিসের বাসিন্দা।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী ২৪ ঘণ্টার মধ্যে গাজার ভেতরে ৫টি গণহত্যা চালিয়েছে। বর্বর এই আক্রমণে বহু মানুষ শহিদ হয়েছেন এবং ১৬৫ জন গুরুতর আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজায় মোট ৪১,৬৮৯ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন এবং আহতের সংখ্যা ৯৬,৬২৫ জনে পৌঁছেছে।
সূত্র: আল জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link