লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সংঘর্ষে ২ জন ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৮ জন আহত হওযয়ার কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। আহতদের দ্রুত হাইফার রামবাম হাসপাতাল এবং উত্তর ইসরায়েলের সাফাদের জিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, আহত সৈন্যদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এদিকে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজ ভোর থেকে গ্যালিলি অঞ্চলের দিকে প্রায় ৪০টি রকেট নিক্ষেপকে কেন্দ্র করে ইসরায়েলের কিরিয়াত শামোনা এবং গ্যালিলি অঞ্চলের বিভিন্ন শহরে সতর্ক সাইরেন বাজানো অব্যাহত রয়েছে। যা ইসরায়েলের উত্তরাঞ্চলে মারাত্মক আতঙ্ক তৈরি করেছে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা রকেটের আঘাতে উত্তর ইসরায়েলের মেতুল্লায় ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রমণগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি জনমনে ব্যপক আশঙ্কা তৈরি করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক এসব সংঘর্ষ ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বাড়িয়ে চলছে। উভয় পক্ষই শক্তিশালী প্রতিরোধের ইঙ্গিত দেওয়ায়, এই অঞ্চলে সংঘাতের আরও শঙ্কা বাড়িয়ে তুলছে।
তথ্যসূত্র: আল জাজিরা