ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় ইসলামী ছাত্রশিবিরের নতুন ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের ফেসবুক পেজে বুধবার দুপুরে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. আবু সাদিক কায়েম এবং সেক্রেটারি এস এম ফরহাদও তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই তথ্য প্রকাশ করেন।
গঠিত এই কমিটিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত আছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক পদে হোসাইন আহমাদ জুবায়েরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আরও ১১ জন সদস্য স্থান পেয়েছেন। এর মধ্যে দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, এবং আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে সেক্রেটারি ফরহাদ জানান, কমিটি গত জানুয়ারিতে গঠিত হলেও তা আনুষ্ঠানিকভাবে আজ প্রকাশ করা হলো।