বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আজ শুক্রবার জুমার পর উত্তরার দক্ষিণখানে বিশ্বনবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটূক্তি ও ধর্ম অবমাননার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা রামগিরি মহারাজের কটূক্তিকে তীব্র নিন্দা জানান এবং এতে বিজেপি নেতার সমর্থনকে ইসলাম এবং মুসলিমদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন।
উপরোক্ত বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষোদ এর কেন্দ্রীয় শুরা কমিটির প্রতিনিধি রাকিব হাওলাদার নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরেন।
১. নবী করীম সা. এর অবমাননাকারী পার্থ বিশ্বাস পিন্টুকে ফাঁসি দিতে হবে।
২. সংসদে আইন পাশ করতে হবে যে নবী করিম সা. এর কটূক্তকারীদের শাস্তি হবে মৃত্যুদণ্ড।
৩. ভারতের সাথে সমস্ত নতজানু লেনদেন বন্ধ করতে হবে।
৪. নবী করিম সা. এর কটূক্তিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে শেখ হাসিনা সরকার যাদেরকে গ্রেফতার করেছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
৫. রাষ্ট্রীয়ভাবে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি দক্ষিণখান বাজার থেকে শুরু করে কেসি হসপিটাল এর দিকে অগ্রসর হয়। এতে বৃহত্তর ঢাকার বিভিন্ন এলাকার উল্লেখযোগ্য কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও, দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরাও এই সমাবেশে যোগ দেন।