নিউজনেস্ট

না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

 না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী
 না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিশিষ্ট রাজনীতিবিদ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

বদরুদ্দোজা চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তাঁর পুত্র, মাহী বি চৌধুরী, শনিবার সকালে এক বিবৃতিতে জানান, মরহুমের জানাজা সকাল ৯টায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ রাজধানীর বারিধারার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে, যেখানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।

সবশেষে আগামীকাল রোববার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে মরদেহ নেওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত