নিউজনেস্ট

রোহিঙ্গা সংকট একটি ‘টাইম বোমা’ : ড. মুহাম্মদ ইউনূস

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকটকে একটি ‘তাজা টাইম বোমা’ হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেন, এই সংকট যে কোনো সময় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। যে কোনো মুহূর্তে এই ইস্যু বিস্ফোরিত হওয়া পারে।”

ড. ইউনূস আরও বলেন, এ সমস্যার সমাধান বাংলাদেশ একা করতে পারবে না। “আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। আমরা মালয়েশিয়ার সহায়তা পাচ্ছি এবং আশা করছি আসিয়ানের মাধ্যমে দ্রুত সমাধান পাওয়া যাবে।”

মালয়েশিয়া আগামী বছর থেকে আসিয়ানের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে এবং রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে বলে ড. ইউনূস আশা প্রকাশ করেন।

ড. ইউনূস রোহিঙ্গা সংকটের মানবিক দিক তুলে ধরে জানান, “গত সাত বছরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় ৩২ হাজার শিশু জন্মগ্রহণ করেছে। প্রতিদিন গড়ে ৪০০-৫০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। ক্যাম্পে তরুণদের একটি নতুন প্রজন্ম বেড়ে উঠছে, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত এবং তারা ক্রমাগত ক্ষোভে ভুগছে।”

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এই সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, “মালয়েশিয়ার মতো দেশগুলোর জন্যও এটি একটি বড় সমস্যা। আমরা একসঙ্গে কাজ করতে চাই, যাতে আন্তর্জাতিক পর্যায়ে এ সমস্যার সমাধান পাওয়া যায়।”

প্রসঙ্গত, বাংলাদেশ বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় দিয়ে আসছে, যা দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত