সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে সাময়িকভাবে একটি গোপন স্থানে সমাহিত করা হয়েছে। ইসরায়েলি হুমকির কারণে তাকে জনসম্মুখে দাফন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র। পরিস্থিতি নিরাপদ হলে তার জন্য একটি বিশাল গণজানাজা আয়োজন করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে জানান হিজবুল্লাহর এক কর্মকর্তাও একই কথা বলেছেন ।
কারণ, ইসরায়েল হুমকি দিয়েছিল নাসরুল্লাহর সমাধিস্থল এবং দাফনকার্যে যোগ দেওয়া ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাবে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ মার্কিন সরকারের মাধ্যমে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিল, কিন্তু ইসরায়েলি বিমান হামলার অব্যাহত থাকায় তারা কোনো নিশ্চয়তা পায়নি। তাই হাসান নাসরুল্লাহকে গোপন স্থানে দাফন করা হয়।
শিয়া সম্প্রদায়ের দাফনের বিধান
এদিকে জানাজা ছাড়া দফন প্রসঙ্গে শিয়া সম্প্রদায়ের একজন ধর্মীয় ব্যক্তিত্ব জানান, কোনো যুদ্ধ বা বাধাঁর কারণে যদি মৃত ব্যক্তির দাফনকার্য নির্দিষ্ট স্থানে করা সম্ভব না হয়, তবে তাকে সাময়িকভাবে কফিনে মাটির নিচে রাখা হয়। পরবর্তীতে পরিস্থিতি অনুকূল হলে উঠিয়ে উল্লেখিত স্থানে সমাহিত করা হয়। এই প্রক্রিয়াতেই মূলত হাসান নাসরুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে।
সূত্র: এএফপি
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link