নিউজনেস্ট

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার ঘোষণা ইসরায়েলের

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার ঘোষণা ইসরায়েলের
বক্তব্য দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: আল আরাবি জাদিদ

গতকাল ৫ই অক্টোবর শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বক্তব্যে বলেছেন, ‘বর্তমানে ইসরায়েলের জন্য সকল হুমকির মূল উৎস ইরান। ইতিহাসে এই প্রথমবার ইসরায়েলে এতো বৃহৎ হামলা হয়েছে। শত শত ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে এবং আমরা সেটাই করব।’ তিনি আরও উল্লেখ করেন, ‘গাজা, লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং ইরাক থেকে হওয়া প্রতিটি আক্রমণের পেছনে ইরানের হাত রয়েছে এবং এই ধরণের হুমকির অবসান ঘটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

নেতানিয়াহু আরও বলেন, ‘উত্তরের যুদ্ধ ফ্রন্টে আমরা শক্তির ভারসাম্য রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইসরায়েলি বাহিনীর দ্বারা  লেবাননে একাধিক অভিযান ও হামলার মাধ্যমে ৭ই অক্টোবরের চেয়েও বড় হত্যাকাণ্ড ঠেকিয়ে আমরা তা  পূরণ করে দেখিয়েছি।‘

এদিকে গেল শনিবার ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, ইরানের সাম্প্রতিক রকেট হামলার বিরুদ্ধে সময় মতো প্রতিক্রিয়া জানাবে ইসরায়েল। তিনি বলেন, ইরানি হামলায় দুটি বিমানঘাঁটি আঘাতপ্রাপ্ত হলেও সেগুলো এখনও সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে এবং কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। টেলিভিশনে দেওয়া সেই বিবৃতিতে হাগারি আরো বলেন, ‘আমরা পাল্টা হামলার জন্য সময়, স্থান এবং কৌশল নির্ধারণ করব এবং রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুসরণ করব।’

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি গতকাল দামেস্ক থেকে জানিয়েছেন, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তেহরান আরও শক্তিশালী এবং কঠোর পদক্ষেপ নেবে।

তিনি আরও জানান, বৈরুত ও দামেস্ক সফরে তিনি যেকোন পরিস্থিতিতে প্রতিরোধ আন্দোলনে ইরানের পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন।

অপরদিকে ইসরায়েলের হিব্রু ভাষার একটি সরকারি চ্যানেলের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনাবাহিনী ইরানে একটি ‘বড় ও শক্তিশালী’ সামরিক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ইসরায়েলের নিউজ চ্যানেল ‘কান’ জানায়, ইসরায়েলি সেনাবাহিনী ইরানকে কঠোরভাবে জবাব দেওয়ার জন্য একটি বড় হামলার পরিকল্পনা করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল আশা করছে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণে ইসরায়েলের অন্য জোটের পক্ষগুলোও অংশগ্রহণ করবে। যেসব দেশ ইরানকে একটি বৃহৎ সমস্যা হিসেবে দেখে তাদের পক্ষ থেকে ইসরায়েল আন্তর্জাতিক মঞ্চে কিছু সমর্থন পাচ্ছে।

উল্লেখ্য, প্রতিবেদনে আরও বলা হয়, গেল শনিবার ইসরায়েলি সেনা কর্মকর্তাদের মাঝে অনুষ্ঠিত হওয়া উচ্চ পর্যায়ের বৈঠকে নিরাপত্তা জোটের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। ইসরায়েল আশা করছে যুক্তরাষ্ট্র এই পাল্টা হামলায় সক্রিয় ভূমিকা পালন করবে।

চ্যানেলটি জানায়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান মাইকেল কোরিলার এই সপ্তাহে ইসরায়েল সফর করার কথা রয়েছে। যা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় সহযোগিতার ইঙ্গিত বহন করে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত