নিউজনেস্ট

গাজা যুদ্ধের কারণে পদত্যাগ করেছে যেসব ইসরায়েলি

গাজা যুদ্ধের কারণে পদত্যাগ করেছেন যারা। ছবি : আল জাজিরা

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের জেরে নানা রাজনৈতিক এবং সামরিক প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি পদত্যাগ করেছেন। বিভিন্ন কারণ দেখিয়ে এরা স্বেচ্ছায় অবসর নিলেও— ইসরায়েলের চলমান রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জের মধ্যে এসব পদত্যাগ নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

জেনারেল তামির ইয়াদাই

প্রায় তিন বছর ইসরায়েলি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের লেফটেন্যান্ট ছিলেন জেনারেল তামির ইয়াদাই। গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন তিনি। ব্যক্তিগত কারণ উল্লেখ করে অবসর নিলেও, ভবিষ্যতে সেনাবাহিনীর উচ্চ পদে নিজেকে প্রার্থী করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি । তামির ইয়াদাইয়ের এই পদত্যাগ, ইসরায়েলের সামরিক কাঠামোয় নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দেয়।

ডরর আসরাফ

৩৫ বছর ইসরায়েলি পুলিশের গোয়েন্দা বিভাগের নেতৃত্বে থাকা দ্রর এস্রাফ গত সেপ্টেম্বরের ৪ তারিখে পদ থেকে অবসর গ্রহণ করেন।ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো তার পদত্যাগের নির্দিষ্ট কারণ জানায়নি। তবে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর তার এই পদত্যাগ— ইসরায়েলি পুলিশ ফোর্সে নেতৃত্ব সংকট তৈরি করেছে।

বেনি গ্যান্টস

গাজা যুদ্ধে নেতানিয়াহু সরকারের ব্যর্থ ভূমিকা নিয়ে কড়া সমালোচনার পর মন্ত্রী বেনি গ্যান্টস গত জুন মাসে যুদ্ধ পরিষদ থেকে পদত্যাগ করেন। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট নীতি অনুসরণ এবং গাজার যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থতার জন্য অভিযুক্ত করেন। তার মতে হামাসকে নির্মূল এবং ইসরায়েলি বন্দিদের মুক্ত করতে ব্যর্থ নেতানিয়াহু।

ব্রিগেডিয়ার জেনারেল আভি জারজানফেল্ড

গাজায় যুদ্ধফ্রন্টের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আভি জারজানফেল্ড গত জুন মাসে পদত্যাগ করেন। গাজা সীমান্তের সুরক্ষা বিধানে ব্যর্থ হওয়ার— বিশেষ করে গত ৭ই অক্টোবর এর আক্রমণের ব্যর্থতা— অজুহাত দেখিয়ে পদত্যাগ করেন।  জেনারেল আভির পদত্যাগে ইসরায়েলি বাহিনীর মাঝে হতাশা ছড়িয়ে পড়ে।

মোশিক অ্যাভিভ

ইসরায়েলের প্রচার বিভাগ ‘হাসবারা’র প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই গত মে মাসে মোশিক অ্যাভিভ পদত্যাগ করেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও, ইসরায়েলের প্রচারণা ব্যবস্থার প্রতি অসন্তোষ এবং তেল আবিবের বিশ্বব্যাপী প্রচারণার ব্যর্থতা তার পদত্যাগের মূল কারণ বলে পর্যবেক্ষকরা মনে করেন।

গণপদত্যাগ

২০২৪ সালের মার্চ মাসে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বিভাগের প্রধান ড্যানিয়েল হ্যাগারির অধীনে বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেন। এর মধ্যে অন্যতম ছিলেন রিচার্ড হেক্ট, যিনি বিদেশি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করতেন। অপারেশনাল ত্রুটি এবং পদোন্নতির অভাবে এই গণপদত্যাগের ঘটনা ঘটে।

এসব পদত্যাগের ঘটনা ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক কাঠামোর গভীর সংকট এবং অসন্তোষের দিকটি স্পষ্ট করেছে। গাজার অপারেশনাল ব্যর্থতা, ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট অভিযোগ এবং পেশাকেন্দ্রিক অবমূল্যায়নের বিষয়গুলো ইসরায়েলের সামরিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোয় অব্যাহত অস্থিরতার দিকে ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনাগুলো ইসরায়েলের সামরিক ও প্রশাসনিক কার্যক্রমকে দুর্বল করে দিবে ধীরে ধীরে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত