দক্ষিণ ইসরায়েলের বি’রে সাবআ এলাকার কেন্দ্রীয় স্টেশনে হামাসের প্রতিরোধ যোদ্ধার গুলিতে এক ইসরায়েলি নারী নিহত এবং আরও দশজন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলি মিডিয়ার তথ্যমতে, এক বন্দুকধারী বি’রে সাবআর কেন্দ্রীয় স্টেশনে এসে পথচারীদের উপর লাগাতার গুলি করতে থাকেন। বন্দুকধারীর পরিচয়ে উল্লেখ করা হয়, তিনি ইসরায়েলের নেগেভের হুরা এলাকার অধিবাসী ছিলেন। তার ইসরায়েলের নাগরিকত্ব রয়েছে বলে জানা যায়। হামলাকারীকে সেখানেই হত্যা করা হয়।
সিভিল ডিফেন্স সূত্র উল্লেখ করে, গুরুতর আহত নারী ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা নিলেও পরবর্তীতে সে নিহত হয়। সাথে আহত আরও আটজন নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্র : আশ শারকুল আওসাত