নিউজনেস্ট

আগ্রাসন হবে জেনেও ইসরায়েলকে অস্ত্রের নতুন চালানের অনুরোধ মার্কিন রাষ্ট্রদূতের

আগ্রাসন হবে জেনেও ইসরায়েলকে অস্ত্রের নতুন চালানের অনুরোধ মার্কিন রাষ্ট্রদূতের
আগ্রাসন হবে জেনেও ইসরায়েলকে অস্ত্রের নতুন চালানের অনুরোধ মার্কিন রাষ্ট্রদূতের। ছবি: রয়টার্স

সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রসিদ্ধ ওয়েবসাইট ‘প্রোপাবলিকা’ এক রিপোর্ট জানিয়েছে, ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত জ্যাক লিউ ফিলিস্তিনে বেসামরিক লোকদের হামলার শিকার হওয়ার কথা জেনেও আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তেলআবিবের কাছে অস্ত্র বিক্রির আবেদন পত্র পাঠিয়েছেন।

ওয়েবসাইটের প্রকাশিত প্রতিবেদনে গাজা যুদ্ধে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে ওয়াশিংটনের নীতির অভিযোগ তোলা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জ্যাক লিউ ইসরায়েল কর্তৃক ‘বোমা অপবব্যবহারের’ উপর জাতিসংঘের প্রকাশ করা প্রতিবেদনগুলোকে উপেক্ষা করেছেন।

উল্লেখ্য, গত জানুয়ারির শেষের দিকে ইসরায়েল আমেরিকার কাছে ৩,০০০ বোমার আবেদন করে। তখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লেখা আবেদনপত্রে লিউ উল্লেখ করেন, ‘এ বোমাগুলো অপব্যবহারের ঝুঁকি বহন করে না। তাই এগুলো বিক্রির অনুমোদন দিতে হবে।’

অপরদিকে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রোপাবলিকা স্পষ্ট করে, লিউ কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের গাজা উপত্যকায় ঘনবসতিতে বোমা ফেলার ব্যাপারে অবগত ছিলেন। কিন্তু তিনি তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করেননি।

কর্মকর্তাগণ বলেন, দূতাবাসের দায়িত্বশীল অন্যান্য কর্মকর্তারা লিউ’কে ইসরায়েলের হামলায় ব্যাপকভাবে বেসামরিক লোকজন মারা যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। এমনকি তারা দূতাবাসে কর্মরত ফিলিস্তিনিদের উপর হামলার কথাও বলেছিলেন।

এদিকে এতসব কিছুর পরও লিউ’সহ আরো অনেক কর্মকর্তারা দাবী করছে, ‘জিবিউ-৩৯’ বোমা ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলকে বিশ্বাস করা যেতে পারে।

এ প্রসঙ্গে মার্কিন দূতাবাসের একজন সাবেক কর্মকর্তা বলেন, ইসরায়েলকে রক্ষা করা এবং অস্ত্রের প্রবাহকে সহজতর করার ক্ষেত্রে যতই মানবাধিকারের লঙ্ঘনের ব্যাপারে রিপোর্ট করা হোক না কেন, এটা এখন একটি ‘অঘোষিত নিয়ম’।

প্রোপাবলিকায় আরও বলা হয়, ইতোপূর্বে ৭ই অক্টোবরের আগে এবং পরে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি আংশিক বা পরিপূর্ণভাবে বন্ধ করার জন্য স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ উপেক্ষা করা হয়েছিল।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত