মিয়ানমারের রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে ফেরানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন মিয়ানমার রাষ্ট্রদূত কাও সো মো।
রোববার ৬ই অক্টোবর পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেন যে, তার মেয়াদে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
এ সময় পররাষ্ট্র সচিব জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দেন। পাশাপাশি তিনি সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সশস্ত্র সংঘর্ষ এবং সৈন্য অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সাক্ষাৎকালে দুই দেশ বাণিজ্য, শিপিং, জ্বালানি ও কৃষির মতো বিভিন্ন খাতে সম্ভাব্য সহযোগিতার আলোচনা করা হয়।