নিউজনেস্ট

বিগত এক বছরে ইসরায়েলের যাবতীয় ক্ষয়ক্ষতি

গাজা যুদ্ধের ৩৭৮ তম দিন,যা ঘটল সারাদিন

আজ ৭ই অক্টোবর সোমবার ইসরায়েল বিগত ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের ‘তুফানুল আকসা’ অপারেশনের পর থেকে ইসরায়েলিদের ক্ষয়ক্ষতির নতুন এক পরিসংখ্যান প্রকাশ করেছে।

আগ্রাসনের বছর পূর্তিতে ইসরায়েলিরা ফিলিস্তিনের প্রতিরোধ আক্রমণে ব্যর্থতার জন্য পারস্পরিক নিন্দা ও গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্বশীলদের বদলাতে থাকে।

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের ঐতিহাসিক অপারেশন ‘তুফানুল আকসা’র বছর পেরিয়ে গেলেও গাজা উপত্যকায় বর্বরতম আগ্রাসনে ইসরায়েল তার লক্ষ্যসমূহের একটিও অর্জন করতে পারেনি। এমনকি বন্দীদের মুক্ত করতে গিয়েও প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে ব্যর্থ হয়েছে। এবং গাজা উপত্যকা থেকে হামাসকে নির্মূল তো করতে তো পারেইনি—উল্টো হামাস দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

ইসরায়েলি সূত্রের একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলায় সামরিক বাহিনীসহ ১,১৮৯ জন নিহত হয়।

গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলকে প্রচুর সেনা খোয়াতে হয়েছে। এসব স্থল অভিযানে সরাসরি রণক্ষেত্রেই নিহত হয়েছে সেনা অফিসার মিলিয়ে প্রায় ৩৫০ জন।

ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে, ৭ই অক্টোবর ও তার পরবর্তী হামাসের হামলাগুলোতে ইসরায়েলের শুধুমাত্র গোলানী ব্রিগেড থেকেই নিহত হয়েছে সেনা অফিসার মিলিয়ে ৯২ জন।

ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে, ৭ই অক্টোবর ও তার পরবর্তী হামাসের হামলাগুলোতে ইসরায়েলের শুধুমাত্র গোলানী ব্রিগেড থেকেই নিহত হয়েছে সেনা অফিসার মিলিয়ে ৯২ জন।

ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত তথ্যে জানা যায়, যুদ্ধের এক বছরে ইসরায়েলের আহত সেনার সংখ্যা প্রায় ৫ হাজারে পৌঁছেছে। যাদের মধ্যে ৬৯৫ জনের অবস্থা গুরুতর। ইনস্টিটিউটের মতে, আহত ইসরায়েলি বেসামরিক নাগরিকের সংখ্যা ১৯ হাজার ছুঁয়েছে।

রিসার্চ ইনস্টিটিউট আরও জানায়, ইসরায়েলের উত্তর ও দক্ষিণ সীমান্ত থেকে পালানো শরণার্থীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজারে পৌঁছেছে।

ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড বলেছে, ‘অপহৃত ও বাস্তুচ্যুত মানুষদের ঘরে না ফেরানো পর্যন্ত নতুন কোনো জাগরণ হতে পারবে না।’

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত