নিউজনেস্ট

ঐতিহাসিক ৭ই অক্টোবর সম্পর্কে ইসরায়েলি পত্রিকাগুলোর ভাষ্য

ঐতিহাসিক ৭ই অক্টোবর সম্পর্কে ইসরায়েলি পত্রিকাগুলোর ভাষ্য
ঐতিহাসিক ৭ই অক্টোবর সম্পর্কে ইসরায়েলি পত্রিকাগুলোর ভাষ্য। ছবি: নিউজনেস্ট

বিগত বছরের ৭ই অক্টোবর ছিল মধ্যপ্রাচ্যের রাজনীতির হিসেব বদলে দেওয়া এক ঘটনা। গুরুত্বপূর্ণ এই ঘটনা বিভিন্ন আঙ্গিকে উঠে এসেছে বিশ্বের সকল দেশের সংবাদ পত্রে। হামলার শিকার ইসরায়েলের পত্রিকাতেও উঠে আসে এই যুগান্তকারী ঘটনার বর্ণনা। ইসরায়েলের পত্রিকাগুলোয় এই ঘটনার ভাষ্য ছিল নিম্নরূপ:

ইসরায়েলের প্রসিদ্ধ পত্রিকা দ্য টাইমস অব ইসরায়েল এই ঘটনার শিরোনাম দেয়: ‘ইসরায়েলের শোচনীয় ব্যর্থতা: হঠাৎ অনুপ্রবেশ করে ইসরায়েলকে ধরাশায়ী করল জঙ্গী হামাস’।

আরেক শীর্ষস্থানীয় ইসরায়েলি পত্রিকা হারেৎজের ভাষ্য ছিল এরূপ: ‘কি ঘটেছিল যুদ্ধের এ পর্বে: যা ইসরায়েলকে কার্যত পরাজিত করে দিয়েছে?

এই পত্রিকারই আরেকটি ভাষ্যছিল এমন: ‘৭ই অক্টোবর ২০২৩: একটি তারিখ, যা ইসরায়েলের জন্য লজ্জাজনক হয়ে থাকবে’।

অপরদিকে প্রসিদ্ধ ইসরায়েলি নিউজ পোর্টাল ওয়াই নেট ‘হামাসও এমন ফলাফলের আশা করেনি’ শিরোনামে ৭ই অক্টোবরের নিউজ করে।

ইসরায়েলের অন্য আরেক পত্রিকা ইসরায়েল হায়োম ‘হামাসের ব্যাপারে ইসরায়েলের কল্পনারও ব্যর্থতা’ শিরোনামে এবং ‘এটা ১৯৭৩ এর যুদ্ধের পুনরাবৃত্তি নয়, এটা ইসরায়েলের জন্য ৯/১১’ শিরোনামে পুরো ঘটনার বিশদ প্রতিবেদন প্রকাশ করে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত