নিউজনেস্ট

দেশের উন্নয়নে সচিবদের ২৫ নির্দেশনা প্রদান ড. ইউনূসের

২৫ এর শেষ থেকে ২০২৬ এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে: ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশের উন্নয়নে সচিবদের জন্য ২৫টি নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলো নিম্নরূপ:

১. ছাত্র-জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

২. প্রতিটি মন্ত্রণালয়কে নাগরিকবান্ধব মানসিকতা নিয়ে জরুরি ভিত্তিতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

৩. সংশ্লিষ্টদের মতামত নিয়ে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি প্রণয়ন করতে হবে।

৪. সবার মধ্যে বিবেক ও ন্যায়বোধ বজায় রেখে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

৫. চিন্তার সংস্কার ঘটিয়ে সৃজনশীল উপায়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৬. দুর্নীতি দূর করে সেবা সহজীকরণের মাধ্যমে জনসন্তুষ্টি অর্জন করতে হবে।

৭. বাজেট ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

৮. সরকারি ক্রয় ব্যবস্থায় যথার্থ প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

৯. আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি ব্যবহার করে জাতীয় স্বার্থে তা কাজে লাগাতে হবে।

১০. দায়িত্ববোধ ও সংবেদনশীলতা বজায় রেখে কর্তব্য পালন করতে হবে।

১১. সেবাপ্রার্থীদের হয়রানি ও দীর্ঘসূত্রতা এড়াতে ব্যবস্থা নিতে হবে।

১২. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করতে হবে।

১৩. প্রতিটি মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

১৪. জরুরি সরবরাহ সঠিকভাবে বজায় রাখতে হবে।

১৫. কৃষি উৎপাদন যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

১৬. সরকারকে জনবান্ধব করে তুলতে সকলে মিলে কাজ করতে হবে।

১৭. মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

১৮. বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে হবে।

১৯. শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে।

২০. গ্যাসের দেশীয় উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

২১. খাদ্য সংগ্রহ, মজুত ও সরবরাহ নিশ্চিত করতে হবে।

২২. আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করতে হবে।                                                                   

২৩. ভোগ্যপণ্যের বাজার নিয়মিত তদারকি করতে হবে।

২৪. শিল্প উৎপাদন যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে।

২৫. আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, এই নির্দেশনাগুলো বাস্তবায়নের মাধ্যমে সরকারকে জনমুখী এবং কার্যকর করে তোলার পরিকল্পনা করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত