২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে শুরু হয় গাজা যুদ্ধ। যুদ্ধের প্রথম থেকেই ইসরায়েল গাজায় শুরু করে গণহত্যা। গতকাল ৭ই অক্টোবর সেই গণহত্যার এক বছর পূর্ণ হয়েছে। গেল এই এক বছরে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে গণহত্যায় শুরু থেকেই পূর্ণ সহায়তা করে আমেরিকা।
সম্প্রতি আল আরাবি সংবাদমাধ্যমে বিগত এক বছরে ইসরায়েলকে আমেরিকার অস্ত্র সহযোগিতার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। পরিসংখ্যানটি নিম্নরূপ:
- হামাস-ইসরায়েল যুদ্ধের শুরু থেকে আমেরিকা ইসরায়েলকে অর্থ সহায়তা দিয়েছে ৬৭ বিলিয়ন ডলার ।
- ২০২৩ সালের ৯ই অক্টোবর আমেরিকা ইসরায়েলের সাহায্যার্থে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী প্রেরণ করে এবং অস্ত্র প্রদান করে।
- ২০২৩ সালের ১২-১৬ অক্টোবরের মধ্যে আমেরিকা ইসরায়েলের নেভাদিম বিমান ঘাঁটিতে পাঁচটি সি-১৭ সামরিক কার্গো বিমান ভর্তি গোলাবারুদ সরবরাহ করে।
- ২০২৩ সালের ১৪ই অক্টোবর আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সহায়তার জন্য আরেকটি বিমানবাহী রণতরী পাঠায়।
- ২০২৩ সালের ১৫ই অক্টোবর হোয়াইট হাউস ইসরায়েল ও ইউক্রেনের জন্য ২ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সহায়তার জন্য চাপ দেয়।
- ২০২৩ সালের ১লা ডিসেম্বর আমেরিকা ইসরায়েলকে প্রায় ১৫ হাজার বোমা প্রদান করে। এর মধ্যে:
- বাঙ্কার ব্লাস্টিং বোমা ২ হাজার
- বিএলইউ-১০৯ বোমা ১০০টি
- এমকে-৮২ বোমা ৫ হাজার
- এমকে-৮৫ বোমা ৫ হাজার ৪০০
- জিবিউ-৩৯ বোমা ১ হাজার
- জেডিএএম সিস্টেম কিট ৩ হাজার সেট
- ৫৭ হাজার ১৫৫ এমএম ক্যালিবারের আর্টিলারি শেল উল্লেখযোগ্য।
- ২০২৩ সালের ৯ই ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলকে ১৪ হাজার ট্যাঙ্ক শেল বিক্রির অনুমোদন দেয়।
- ২০২৪ সালের ১৩ই ফেব্রুয়ারি কংগ্রেস ইসরায়েলকে ১৪.১ বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দেয়।
- ২০২৪ সালের ৬ই মার্চ কংগ্রেসের বরাতে একজন মার্কিন কর্মকর্তা জানায়, ৭ই অক্টোবরের পর থেকে ইসরায়েলের কাছে একশ’রও বেশি অস্ত্র বিক্রি চুক্তি অনুমোদন দিয়েছে আমেরিকা ।
- ২০২৪ সালের ৩০শে মার্চ আমেরিকা ইসরায়েলকে ২.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করে।
- ২০২৪ সালের ২৪শে এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাযেলকে ২৬ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা প্রদান করে।
- ২০২৪ সালের ৪ঠা জুন আমেরিকা ইসরায়েলের কাছে ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করে। যার মূল্য ৩ বিলিয়ন ডলার।
- ২০২৪ সালের ১৫ই মে জো বাইডেন কংগ্রেসকে ইসরায়েলের সাথে বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির অনুমোদনের ব্যাপারে অবহিত করে।
- ২০২৪ সালের ১১ই জুলাই বাইডেন প্রশাসন ইসরায়েলকে মে মাসে রাফায় স্থল আক্রমণের বিরোধিতা করে বোমা সরবরাহ স্থগিত করার পর পুনরায় ৫০০ পাউন্ড ওজনের এমকে-৮২ বোমা সরবরাহ করে।
- ২০২৪ সালের ১৫ই আগষ্ট আমেরিকা ইসরালকে ২০ বিলিয়ন ডলার মূল্যের ৫০টি এফ-১৫ যুদ্ধবিমান এবং অস্ত্র ক্রয়ের অনুমোদন দেয়।
সূত্র: আল আরাবি টিভি