আজ ৮ই অক্টোবর মঙ্গলবার ইসরায়েলের আক্রমণের তীব্রতায় লেবাননের পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় লেবাননকে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে চীন। চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা আজ মঙ্গলবার লেবানন সরকারের অনুরোধে এই সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে। এ ব্যাপারে উন্নয়ন সহযোগিতা সংস্থার মুখপাত্র বলেন, ‘লেবানন যাতে তার জনগণকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে পারে, সেজন্য চীনা সরকার লেবাননে জরুরি মানবিক চিকিৎসা সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছুং প্যালেস্টাইন ইস্যুতে দুঃখ প্রকাশের সাথে সাথে সতর্ক করে বলেন, ‘গাজায় সংঘর্ষ চলমান এবং সেখানে বেসামরিক মানুষ নিহত হচ্ছে প্রতিদিন। তাছাড়া সংঘর্ষ লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।’

ফু ছুং আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবিলম্বে সমাধান খুঁজে বের করা উচিত। চীন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *