নিউজনেস্ট

শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন, লেনদেনেও মন্দা

শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন, লেনদেনেও মন্দা
শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন, লেনদেনেও মন্দা

দেশের শেয়ারবাজারে টানা দরপতনের ধারা অব্যাহত রয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ারের দাম কমেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমে যাওয়ায় উভয় বাজারেই মূল্যসূচক পতন হয়েছে। চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসেই বাজারে এই পতন লক্ষ্য করা গেছে। গত সাত কার্যদিবসের মধ্যে ছয় দিনেই বাজারে দরপতন হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩২৩ পয়েন্টে। পাশাপাশি লেনদেনের পরিমাণও কমে ৩৫৫ কোটি ৩৭ লাখ টাকায় নেমেছে, যা আগের দিনের তুলনায় প্রায় ১১ কোটি টাকা কম। লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক, যাদের ৩৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ইসলামী ব্যাংক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে সিএসইতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট কমেছে। শেয়ার বাজারে মোট ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির শেয়ারদর কমেছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত