নিউজনেস্ট

সিলেটে ভারত সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় তিন নারী আটক

সিলেটে ভারত সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় তিন নারী আটক
সিলেটে ভারত সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় আটক তিন নারী।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট সীমান্ত এলাকা থেকে তিন নারীকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ৮ই অক্টোবর মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মঞ্জুশ্রী (৩৮), তার মেয়ে দীঘি (১৪) এবং শালিখা উপজেলার হীরা বিশ্বাস (১৮)। বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় মানব পাচারকারী রূপণ (২২) তাদের অবৈধভাবে সীমান্ত পার করানোর চেষ্টা করছিলেন। বিজিবির টহল দল তাদের আটক করতে সক্ষম হলেও পাচারকারী পালিয়ে যায়।

আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত