সেহরা। আরাকানে বসবাসকারী ১১ বছর বয়সী নিষ্পাপ একটি মেয়ে। গত মার্চের শেষদিকে বর্বরোচিত প্রাণঘাতী ড্রোন হামলায় সেহরা তার ঘাঁড়ে মারাত্মক আঘাত পায়।
চিকিৎসা করাতে হাসপাতালে গেলে ডাক্তার তার গলায় ০.৬৬x৩২ সেন্টিমিটার আকারের একটি ধাতব টুকরো খুঁজে পান। ফলে সেহরার ইমার্জেন্সি অপারেশন করতে হয়।
এই হলো সন্ত্রাসী আরাকান আর্মির অধীনে থাকা রোহিঙ্গা মুসলিম পরিবারগুলোর জীবনের ভয়াবহ বাস্তবতা। রোহিঙ্গারা কেবল মুসলিম হওয়ার কারণে তাদের টার্গেট করে করে হত্যা করা হচ্ছে। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা আরাকানের ভূমি থেকে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণরূপে বিতাড়িত করার বৃহৎ চক্রান্তের ধারাবাহিক একটি অংশ মাত্র।
আর কত রক্ত ঝরাতে হবে রোহিঙ্গাদের? বিশ্ববাসী হস্তক্ষেপ করার আগে আর কত শিশুদের এভাবে ধুকে ধুকে বিলীন হতে হবে?
বিশ্ববাসীকে রোহিঙ্গা সঙ্কট সমাধানে অবশ্যই এগিয়ে আসতে হবে। আরাকানের রোহিঙ্গা মুসলিমদের উপর আরাকান আর্মির এই নৃশংস গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে।
সূত্র: আরএসও এক্স হ্যান্ডেল