নিরাপত্তার অযুহাতে শুরু করা গাজা যুদ্ধে ইসরায়েলের প্রাপ্তির খাতা শূণ্যই বলা যায়। সম্প্রতি ইসরায়েলি টিভি চ্যানেল ‘কান’ এর এক জরিপে উঠে এসেছে ইসরায়েলের করুণ অবস্থা। জরিপটি জানাচ্ছে:
- ৬৬ শতাংশ ইসরায়েলি নাগরিক নিরাপত্তা বোধ করে না।
- ৩৫% ইসরায়েলি নাগরিক মনে করে, গাজার এই যুদ্ধে ইসরায়েল হেরে গিয়েছে।
- মাত্র ২৭% ইসরায়েলি নাগরিক মনে করে, ইসরায়েল জয়ী হয়েছে।
- ৪৫% ইসরায়েলি নাগরিক তাদের পরিবার অথবা বন্ধুবান্ধবের কাউকে হারিয়েছে।
- মাত্র ১৪% ইসরায়েলি বসতি স্থাপনকারী গাজার নিকটবর্তী নিজেদের আবাসে ফিরে যেতে সম্মত হয়েছে। অপরদিকে ৮৬% বসতি স্থাপনকারী ফিরে যেতে অস্বীকার করেছে।
- মাত্র ৩৫% ইসরায়েলি নাগরিক সেনাবাহিনীর প্রতি আস্থা রাখে। অন্যদিকে ৪১% ইসরায়েলি নাগরিক সেনাবাহিনীর প্রতি আস্থা হারিয়েছে।
সূত্র: কান চ্যানেলের বরাতে আল জাজিরা
আতিকুর রহমান
- আতিকুর রহমান#molongui-disabled-link
- আতিকুর রহমান#molongui-disabled-link
- আতিকুর রহমান#molongui-disabled-link
- আতিকুর রহমান#molongui-disabled-link